শুক্রবার, ২৩ জুলাই, ২০১০

ডাটা,রিজম,ইমেইল রিকভারি করুন steller phoenix windows data recovery 4.1.0.1 দিয়ে।

আজ শেয়ার করতে এলাম steller phoenix windows data recovery সফটওয়্যারটি।ডাটা রিকভারি নিয়ে অনেক টিউন হয়েছে।তার মাঝে এই সফটওয়্যারটি কতটুকু প্রভাব ফেলতে পারবে তা বলা মুশকিল।তারপরেও টিউনটি করছি হয়তো একজনের হলেও উপকারে আসবে এই প্রত্যাশায়।


আসুন জানা যাক সফটওয়্যারটি দিয়ে আপনারা কি কি করতে পারবেন।
*** উপর দিয়ে লেখা হয়েছিলো,কোন কারনে ক্ষতিগ্রস্ত হয়েছিলো কিংবা মুছে ফেলা হয়েছিলো উইন্ডোজ পার্টিশন থেকে সে সব ডাটা পুনরুদ্ধার করতে পারবেন
*** মিসিং ফাইল কিংবা ডাটা রিকভারি করতে পারবেন
*** উইন্ডোজের হার্ড ড্রাইভের কোন ডাটা দুর্ঘটনা বশত হারিয়েছেন তা পুনরুদ্ধার করতে পারবেন
*** ভাইরাসের কারনে যেসব ডাটা খুলতে পারছেন না তা রিকভারি করে খুলতে পারবেন
*** ফ্রাগমেন্টেড ফোল্ডার থেকে ক্ষতিগ্রস্ত ডাটা রিকভারি করতে পারবেন
*** সফটওয়্যারটি আপনার ডাটা রিকভারি করার সময় সেগুলোর আসল নামগুলো চিনতে পারে এবং পুনরুদ্ধারের সময় তা বজায় রাখে।
তো যারা আগ্রহি তারা ডাউনলোড করার জন্য তৈরী হয়ে যান।মাত্র ৬.২২ মেগাবাইটের সফটওয়্যারটি আপলোড করা হয়েছে মিডিয়া ফায়ারে।
ডাউনলোড করতে ক্লিক দিন
http://www.mediafire.com/?yp7oy44b4b6qu8j

ডাউনলোড শেষে ইন্সটল করুন।ইন্সটল শেষ হলে যদি ডেস্কটপে কোন ইকোন না পান তবে অল প্রগগ্রামসে পাবেন।সেখান থেকে ক্লিক করে খুলুন।আপনাকে রেজিষ্টার করতে বলবে।



যদি পকেটে পয়সা থাকে তবে অন লাইনে কিনতে পারেন।পয়সা না থাকলে পোষ্টের বাকি অংশটুকু পড়ুন।অনেকেই তো আবার মাঝে মাঝে অতি সৎ হয়ে যায়।পাইরেসি নেবো না,এটা করবো না,ওটা করবো না।সবই কথার বুলি।অনেক্টা রাজনীতিবিদদের মত।কথাতেই পটু কাজে ঠন ঠন।
যাইহোক,start>>>my computer>>>local disk C>>>proggrams>>>steller phoenix windows data recovery ফাইলটি খুলুন।প্যাচটি কপি করুন ঠিক নীচের ছবির মত করে।



প্যাচে দু’বার ক্লিক করুন।যে ছবিটা খুলবে সেখানে ক্লিক করুন।দেখুন তো কি বলে।

মনে হয় এবার আর রেজিষ্ট্রেশন করার কোন ঘর আসবে না কারন আপনি তো কিনেই ফেলেছেন(!)সেটা পরীক্ষা করার জন্য দেখা যাক ছবিতে।


নাহ রেজিষ্ট্রেশনের জন্য তো আর বলছে না।তাহলে এবার শুরু করে দিন যা যা হারিয়েছেন তা ফিরে পেতে কিংবা রিকভারি করতে।আসুন পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা ছবির মাধ্যমে কিছু কাজ দেখি সফটওয়্যারটির।



তাহলে আজ এই পর্যন্তই থাকলো।শুধু যাদের প্রয়োজন তারা ডাউনলোড করুন আর বাকিরা বিরত থাকুন।সব সময় একটা কথাই বলেছি “সব সফটওয়্যার সবার জন্য নয়। ”

সুত্রঃ ইন্টারনেট (প্রবাসী ভাই)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন