যাই হোক মূল কথায় আসা যাক, software টি মাত্র 1 MB. কোন রকম install করার ঝামেলা নেই। এর সাহায্যে আপনি যা যা করতে পারবেন,
* যে কোন তারিখের বিস্তারিত তথ্য, যেমন:
—-এই তারিখের রাশি কি,
—-এটি বছরের কত তম দিন,
—-মাসের কত মত সপ্তাহ,
—-বছরের কত তম সপ্তাহ,
—-বছর শেষ হতে কত দিন লাগবে,
—-leap year কিনা…. ইত্যাদি

* দুটি তারিখের মধ্যে দিন, সপ্তাহ, বছরের পার্থক্য, অর্থাৎ
—–বের করুন আপনার বয়স (কত দিন, কত সপ্তাহ, কত বছর)
—–যে কারো সাথে আপনার বয়সের পার্থক্য (কত দিন, কত সপ্তাহ ইত্যাদি)
* তারিখের সাথে ইচ্ছা মত দিন, সপ্তাহ, বছর যোগ বা বিয়োগ করে দেখুন কোন তারিখ এটি অর্থাৎ
—–আপনার বয়স ১০০০ সপ্তাহ বা ১০,০০০ দিন কবে পূর্ণ হবে বা তখন আপনার বয়সইবা কত হবে ….. ইত্যাদি
—–যেমন: আপনার জন্ম যদি ১৫.০১.১৯৮৮ হয় তাহলে নিচের ছবিতে দেখুন আপনার বয়স ৯০০০ দিন পূর্ণ হবে ০৫.০৯.২০১২ সালে। জিনিসটা খুব কাজের না হলেও অনেক মজার।

—- আপনাদের জন্য আমি software টি mediafire এ upload করে দিয়েছি
—- তো download করে নিজেই দেখে নিন software টি
Download link: http://www.mediafire.com/?nywtwdrywfuokwy
সুত্রঃ ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন